নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রামগতিতে জাতীয় পার্টির স্মরণসভা পন্ড। ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর। তাহিরপুরে বালু বোঝাই স্টিলবডি নৌকাসহ দু’জন আটক। একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক ঢুকে পড়ছে। উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের হাতে ১১টি মহিষ জব্দ । শহিদ আবু সাইদ হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান পরিবারের সদস্যরা। রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ লাখ শিশু। জুলাইয়ে তরুণরা যা করেছে, তা ইতিহাসে চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্ত।

২৯ মার্চ: আজকের নামাজের সময়সূচি।

আমারদেশ২৪ ডেস্কঃ
শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ইসলামে ৫টি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। ঈমানের পর ফরজ নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। মুসলিম নারী-পুরুষের ওপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ।কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।

৫ ওয়াক্ত নামাজের জন্য আছে নির্ধারিত সময়। তাই প্রতিটি নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় তা জানা অত্যন্ত জরুরি। আজ শনিবার, ২৯ মার্চ ২০২৫ ইংরেজি, ১৫ চৈত্র ১৪৩১ বাংলা, ২৮ রমজান ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

নামাজের সময়সূচি

> ফজর- ৪:৪১ মিনিট।
> জোহর- ১২:০৭ মিনিট।
> আসর- ৪:২৮ মিনিট।
> মাগরিব- ৬:১৭ মিনিট।
> ইশা- ৭:৩০ মিনিট।

> আজ সূর্যাস্ত- ৬:১৪ মিনিট।
> আজ সূর্যোদয়- ৫:৫৩ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-

বিয়োগ করতে হবে-
> চট্টগ্রাম: -০৫ মিনিট।
> সিলেট: -০৬ মিনিট।

যোগ করতে হবে-
> খুলনা: +০৩ মিনিট।
> রাজশাহী: +০৭ মিনিট।
> রংপুর: +০৮ মিনিট।
> বরিশাল: +০১ মিনিট।

আরও পড়ুন