নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

৩০০ বস্তা টিএসপি সার ‘পাচারকালে’ ট্রাকসহ আটক ৪।

রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম থেকে নীলফামারীতে ‘পাচারকালে’ ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাত ২টা নাগাদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড় দারোগারহাট এলাকায় ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি চট্টগ্রাম থেকে সার নিয়ে ঢাকার পথে যাচ্ছিল। ট্রাকে মোট চারজন মানুষ ছিলেন। তারা সারের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সারসহ ট্রাকটি আটক করে এবং সার পাচারে জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে উক্ত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত চার যুবক হল চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মোহাম্মদ খলিল (৩২), দিনাজপুরের মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ সাজু (৩৪) ও মো. রাকিবুল (৩২)। জিজ্ঞাসাবাদে তারা সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে বলে জানায়। তবে সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এ বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। শেষে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, সারগুলো যে তারা কিনেছেন সে নথিপত্র চাইলে তারা দেখাতে পারেনি। এসব সার তারা কোথা থেকে পেল তারও সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে সারগুলো চট্টগ্রামের টিএসপি সারকারখানা থেকে নীলফামারী পাচার করা হচ্ছিলো। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

 

 

আরও পড়ুন