নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতাদের বৈঠক আজ।

 

আন্তজার্তিক ডেস্ক:
শনিবার, ২১ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। ২ দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা কারণে হতাহতের তালিকাও ক্রমশ দীর্ঘ হচ্ছে। এ অবস্থায় বিশ্বের ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সহস্রাধিক মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছেন।

আজ শনিবার (২১ জুন) তুরস্কে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যোগ দিতে এরইমধ্যে ইরান, সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন দেশে পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  আসতে পারে।

আনাদোলু এজেন্সি ও আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বৈঠকের আয়োজন করেন। দুদিনের এই শীর্ষ সম্মেলন ‘পরিবর্তনশীল বিশ্বে ইসলামিক সহযোগিতা সংস্থা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত ওআইসির ভূমিকার প্রতি ক্রমবর্ধমান বৈশ্বিক আগ্রহ তুলে ধরবে।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বৈঠকের আলোচনা বিষয়বস্তুর মধ্যে রয়েছে, ক্রমবর্ধমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা-বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত।

এছাড়া বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির ওপরও আলোকপাত করা হবে শীর্ষ সম্মেলনে।

আরও পড়ুন