নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

৬০টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের।

নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৬০টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে এখন থেকে মার্কিন বাজারে পণ্য রফতানি করতে হলে বাড়তি আরও প্রায় ৩৭ শতাংশ শুল্ক দিতে হবে। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তকে বাংলাদেশের রফতানি খাতের জন্য বিনামেঘে বজ্রপাতের মতো বলে মনে করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশ্লেষকরা।

তারা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপ বাংলাদেশের রফতানিতে চ্যালেঞ্জের মুখে ফেলবে ব্যবসায়ীদের। কেননা নতুন শুল্কের হার মূল্যস্ফীতিকে উসকে দেবে এবং আমেরিকান ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পাবে। ফলে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশ থেকে রফতানির পরিমাণ কমিয়ে দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও রফতানিকারকরা।

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এ সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

আরও পড়ুন