নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

★★নগরীর পাহাড়তলীতে টিভি বিস্ফোরনে বসত ঘরে আগুন★★

 শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

নগরীতে গত দুই মাসে অন্তত ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশিরভাগ রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে লাখ টাকার মালামাল। সর্বশেষ গতকাল নগরীর পাহাড়তলী থানাধীন ঝাউতলা মাজার গলি লাকায় টেলিভিশন বিস্ফোরণে দুই কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বসতঘর পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরের ভেতরে শোকেসের ওপর রাখা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে টেলিভিশন বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন