স্পোর্টস ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হলেই যেন বিপদ বাংলাদেশ নারী দলের। এ বছরের শুরুতে ক্যারিবীয়দের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছিল নিগার সুলতানারা। সেই আক্ষেপ কাটানোর বড় একটা সুযোগ ছিল বিশ্বকাপের বাছাইপর্বে। কিন্তু এবারও পারল না টাইগ্রেসরা। বাধা হয়ে দাঁড়াল সেই ক্যারিবিয়ানরাই।
টানা ৩ ম্যাচ জয়ের পর শুধু একটিমাত্র জয়ই নিশ্চিত করত মূলপর্বে জায়গা, কিন্তু লাহোরে সেই সুযোগ কাজে লাগাতে পারল না নিগার সুলতানার দল। ৩ উইকেটে হেরে বিশ্বকাপ নিশ্চিত করার অপেক্ষাটা বাড়াল বাংলাদেশ। অপরদিকে নিজেদের মিইয়ে আসা সম্ভাবনাকে আবারও উজ্জীবিত করল ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট হাতে চমৎকার শুরু এনে দিয়েছিলেন শারমিন আক্তার। তবে তার ৭৯ বলে ৬৭ রানের ইনিংসটি যথেষ্ট হয়ে উঠেনি, কারণ তাকে কেউ যোগ্য সমর্থন দিতে পারেননি। শেষ পর্যন্ত ২২৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
চার ম্যাচে ৩ জয় ও এক হারে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও এখন অপেক্ষা শেষ ম্যাচের। পাকিস্তানের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপ। হারলেও সুযোগ থাকবে, কারণ স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুদলই চার পয়েন্ট নিয়ে পিছিয়ে এবং তাদের নেট রান রেট বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। বাংলাদেশের নেট রান রেট এখন +১.০৩৩, যা বড় ব্যবধান গড়ে দিচ্ছে শেষ চারের লড়াইয়ে।
লাহোরে আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তার ও ফারজানা হক গড়েন শতরানের জুটি। ফারজানার ব্যাট থেকে আসে ৭৮ বলে ৪২ রান। তবে জুটি ভাঙতেই উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। শারমিন করেন ইনিংস সেরা ৬৭ রান। ব্যাটিংয়ে ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনি ও ফাহিমা খাতুন।
শেষদিকে কার্যকর ভূমিকা রাখেন নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২০ বলে ২৩*)। শেষ দুই ওভারে আসে ২৮ রান।
বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে উইকেট তুলে নেন জান্নাতুল সুমনা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জোসেফ ৩১, ক্যাম্পবেল ২৪, টেইলর ৩৬ ও ম্যাথিউস ফেরেন ৩৩ রানে। নতুন স্পেলে ফিরে মারুফা আক্তার দুই ওভারে ফিরিয়ে দেন টেইলর ও ম্যাথিউসকে। ক্যাচিংয়েও দেখিয়েছেন দুর্দান্ত দক্ষতা।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিনেল হেনরি। ৫ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। তাকে সঙ্গ দেন শাবিকা গাজনাবি, করেন ২০ রান।