আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫
আওয়ামী লীগের সাবেক সাংসদ অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের জব্দ করা ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন–দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এর আগে বুধবার এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য দিয়েছেন। খবর বিডিনিউজের।
দুদকের আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদসমূহের ওপর আদালত ১৫ অক্টোবর জব্দের আদেশ দেন।
পরবর্তী সময়ে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন। তাই উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের ৫টি দোকান দেখভালে রিসিভার নিয়োগ আবশ্যক বলে মনে করছে দুদক। আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলও রয়েছেন।
দুদক জানায়, অসীম কুমারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে ২ ইউনিটের ৭তলা ভবন, তথা ১৪টি ফ্ল্যটের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার ধানমন্ডি ১১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে তিনটি ফ্ল্যাট, নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় বাড়ি রয়েছে। নেত্রকোণা–৩ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান অসীম কুমার। তবে ২–২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। অন্যদিকে তার স্ত্রী অপু উকিল নবম সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।