নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত। হোয়াটসআপ গ্রুপে চলছে বাজার নিয়ন্ত্রণ চালের বাজার টালমাটাল। পথ‌শিশুরা আমাদের প‌রিবারেরই অংশ : সি‌নিয়র দায়রা জজ জান্নাতুল। নতুন ব্রিজ এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ: মেয়র। কাপ্তাই রাস্তার মাথায় ৪ দিন ধরে ওয়াসার পাইপ লিকেজ। ড, ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাথের দোকানগুলোতে দিতে হয় চাঁদা। অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন পর্যালোচনাসহ ৭ সুপারিশ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব। প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত পেলেন শুভেচ্ছা।

আওয়ামী লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাক।

নিউজ ডেস্কঃ
শনিবার, ২২ মার্চ, ২০২৫
২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের কবর রচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিচারকার্য শেষ করে দলটিকে ডেথ সার্টিফিকেট দেয়ারও দাবি জানিয়েছেন এই নেতা।
গতকাল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহীদদের রক্তের সাথে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। তাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।
এদিকে আজ সকালেও আরেক স্টেট্যাসে এই তরুণ রাজনীতিবিদ বলেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়ন সহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে।
তিনি আরও বলেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি (হু মো এরশাদ/ জি এম কাদের)। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টি নামের লেজটির শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন