নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি।

আমারদেশ২৪ ডেস্কঃ
শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড, ইউনুসের বক্তব্য প্রত্যাহার করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। একই দাবিতে আজ শুক্রবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ডাকও দিয়েছেন তারা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে মিছিল বের করে একদল শিক্ষার্থী।  মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এসময় সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশও হয়।

এসময় প্রধান ‘উপদেষ্টার বক্তব্য, প্রত্যাহার করতে হবে’, ‘বিচার বিচার চাই, গণহত্যার বিচার চাই’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে’সহ নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, প্রধান উপদেষ্টার উপর আমাদের ভরসা রয়েছে। তার আশেপাশে নানা লোক বিভিন্ন বাঁধা সৃষ্টি করছে, বিভিন্ন ‘এজেন্সি’ বাঁধা তৈরি করছে। অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামীলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, ছাত্র-জনতা মাঠে থাকবে। শহীদের রক্তের সাথে বেইমানি আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে গণভোটের আয়োজন করা হোক। দেশের মানুষ চায়- খুনি আওয়ামী লীগ যেন ফিরতে না পারে। বাংলাদেশের জনগণ আপনার পাশে আছে।প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে নিন। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বিভিন্ন ‘ক্যালকুলেশনের’ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামীলীগকে পুনর্বাসন করছে। জনগণ ৫ আগস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। হয় আওয়ামীলীগ থাকবে, নয় ছাত্রসমাজ থাকবে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামীলীগকে রাজনীতি করতে দিব না।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যে আওয়ামীলীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণ হত্যার বিচারের দাবিতে নিজ নিজ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নেমে আসার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট ড, ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন