চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরে আটক বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: সময়ের আলোচাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত থেকে আটকের একদিন পর বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয়া হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিকেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।জানা গেছে, ভারতে আটক জেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমতের ছেলে জেলে মো. আলমগীর শেখ (২৭)।
৫৩ বিজিবির অধিনায়ক মো. মনির-উজ-জামান বলেন, সোমবার রাত সোয়া ৮টার সময় শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ৭/৯-এস পিলার সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় ভারতে চলে যান আলমগীর। এ সময় ভারতের ৭০০ গজ অভ্যন্তরে তাকে আটক করে বিএসএফের নিমতিতা ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিএসএফের কমান্ডারের সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, মঙ্গলবার বেলা ১১টায় ওয়াহেদপুর সীমান্তে বিজিবি-বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ সদস্যরা আলমগীরকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। এ সময় তার ব্যবহৃত মাছ ধরার জাল ও নৌকাটিও ফেরত দেয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে বাংলাদেশের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।