নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০ ১ মে, ২০২৫
দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬.২ ওভারে ১১১/১০ (মুজারাবানি ৭*; মাসেকেসা ২, এনগারাভা ৫, কারান ৪৬, মাসাকাদজা ১০, বেনেট ৬, ওয়েলচ ০, উইলিয়ামস ৭, আরভিন ২৫, মাধেভেরে ০, সিগা ০)
বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৯.২ ওভারে ৪৪৪/১০ (হাসান ০*; এনামুল ৩৯, মুমিনুল ৩৩, সাদমান ১২০, শান্ত ২৩, জাকের ৫, মুশফিক ৪০, নাঈম ৩, তাইজুল ২০, সাকিব ৪১, মিরাজ ১০৪), লিড ২১৭ রান।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৯০.১ ওভারে ২২৭/১০( সিগা ১৮*: বেনেট ২১, কারান ২১, আরভিন ৫, উইলিয়ামস ৬৭, মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, ওয়েলচ ৫৪,মুজারাবানি ২)
ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।
সিলেটে হতাশাজনক হার। জিম্বাবুয়ে সাত বছর পর বাংলাদেশের মাটিতে জিতে আত্মবিশ্বাসে ছিল টইটুম্বুর। বিদেশের মাটিতে বিরল টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন এঁকেছিল তারা মনের ক্যানভাসে। কিন্তু বাংলাদেশ পাল্টা জবাব দিলো সর্বোচ্চটা দিয়ে। এতটাই আধিপত্য তারা দেখালো চট্টগ্রামে, সিলেটে হারের দুঃখও কিছুটা লাঘব হওয়া স্বাভাবিক।
প্রথম ইনিংসে তাইজুল ইসলাম, দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ওলটপালট জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ১১১ রানে তাদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার আক্ষেপ মিরাজ ব্যাটিংয়ে নেমে পুষিয়ে দিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে। মূলত তার ব্যাটিংয়ে বাংলাদেশ প্রায় সাড়ে চারশ রান তোলে। তারপর বল হাতেও দুর্দান্ত এই অফস্পিনার। সিলেটের পর চট্টগ্রামেও নিলেন পাঁচ উইকেট। তার সঙ্গে তাইজুলও নেন তিনটি উইকেট। তাতে ইনিংস ও ১০৬ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ সমতায় শেষ করলো স্বাগতিকরা।
মিরাজ ২১ ওভারে ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তাইজুল ১৬.২ ওভারে ৪২ রান খরচায় পান তিন উইকেট।
এর আগে ৭ উইকেটে ২৯১ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মিরাজ ১৬ ও তাইজুল ৫ রানে ক্রিজে নামেন। তাদের জুটি ভেঙে যায় দলীয় ৩৪২ রানে। এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিবকে নিয়ে ৯৬ রানের অসাধারণ একে জুটি গড়ে মিরাজ রান পাহাড় গড়েন। তিনি ১০৪ রানে শেষ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন। ৪১ রান করেন তানজিম। ৪৪৪ রানে প্রথম ইনিংসের সংগ্রহের পর বোলারদের দাপটে জিম্বাবুয়ে অলআউট হলো তৃতীয় দিনেই।