স্পোর্টস ডেস্ক:
শুক্রবার, ২৩ মে, ২০২৫
মাত্র ১৭ বছর বয়স! এর মধ্যেই তিন-তিনটা শিরোপা, সম্ভাব্য ব্যালন ডি অর জয়ীর তালিকায় নাম, আর এখন মেসির ১০ নম্বর জার্সি… প্রশ্ন একটাই—লামিন ইয়ামাল কি সত্যিই লিওনেল মেসির উত্তরসূরি?
একসময় যাকে ভাবা হতো বার্সেলোনার ভবিষ্যৎ, এখন তিনি হয়ে উঠেছেন দলের বর্তমান! মাঠজুড়ে ড্রিবল, ভিশন, ফিনিশিং—সবকিছুতেই যেন মেসির প্রতিচ্ছবি। এখনই তো সেই বয়স, যখন অন্যরা কলেজ ফেস্টের প্রস্তুতি নেয়, আর ইয়ামাল সেখানে কোপা দেল রের ফাইনালে গোলের জন্য প্রস্তুতি নেয়!
তবে, পারফরম্যান্সের মাঠে এই তুলনা যতটা সঙ্গত, আয়-উপার্জনের দৌড়ে লামিন এখনও অনেকটাই পিছিয়ে। আগামী জুলাইয়ে ১৮তম জন্মদিন পালন করতে যাওয়া ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়াও শুরু করেছে বার্সা। বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মেই বার্সার সঙ্গে ইয়ামালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তাই এখনই চুক্তি নবায়নে মনোযোগ দিচ্ছে কাতালান ক্লাবটি।