বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
অভিনেতা-প্রযোজক ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের পরিচালক ইরেশ যাকের। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে ২০ এপ্রিল। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ মারা যান। তাকে হত্যার অভিযোগে ইরেশসহ ৪০৮ জনকে আসামি করা হয়েছে। নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
মামলার খবরটি প্রকাশ্যে আসতেই এর সমালোচনা হচ্ছে সর্বত্র। ইরেশ যাকেরের সহকর্মীরা এ নিয়ে প্রকাশ করছেন ক্ষোভ। তারা বলছেন, ইরেশ অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখযোদ্ধা ছিলেন। আন্দোলনের সময় ইরেশ ও তার স্ত্রীর একটি ছবিও সবাই শেয়ার করছেন।
জুলাই আন্দোলনের সম্মুখভাগে থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে, তাদের কী পরিণতি হয়েছে। তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো, নিরাপদ দেশ গড়ছি, তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক।