নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইশরাককে শপথ না পড়াতে রিটের আদেশ আজ।

আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ২১ মে, ২০২৫

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির শেষ আদেশ দেওয়া হবে আজ।আজ বুধবার (২১ মে) হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো, হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও পড়ুন