আমারদেশ২৪ ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে পালন করার লক্ষ্যে নিরাপত্তা পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৭ মে) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, ঈদুল আজহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় ডিএমপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
ডিএমপি দৃঢ়ভাবে বিশ্বাস করে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করা গেলে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধ দমনে অধিকতর সফল হওয়া সম্ভব।
ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা, ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়-
১. ফিটনেসবিহীন যানবাহন বা নৌযানে কোরবানির পশু পরিবহন করবেন না। কোরবানির পশুবাহী পরিবহন বা নৌযানের সামনে নির্দিষ্ট গন্তব্যস্থান বা পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখুন। ট্রাক, লঞ্চ বা ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত পশু পরিবহন করবেন না। নির্দিষ্ট স্থানে পশু লোড বা আনলোড করবেন।
২. পশু হাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সাবধান থাকুন। কোনোভাবে অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাবেন না। জালনোট সম্পর্কে সচেতন থাকুন এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। পশু বিক্রয়লব্ধ অর্থ ব্যাংকে জমা রাখুন। নগদ অর্থ স্থানান্তরে ডিএমপির মানি এস্কর্ট সেবা গ্রহণ করুন।
৩. কোরবানির পশু পরিবহন, পশুর হাটে চাঁদাবাজিসংক্রান্ত কোন তথ্য থাকলে নিকটস্থ পুলিশকে জানান।
৪. অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্ক থাকুন।