নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঈদে কারাগারে বন্দীদের জন্য বিশেষ আয়োজন।

আমারদেশ২৪
সোমবার ৩১ মার্চ ২০২৫

ঈদের দিনটা সাধারণ দিনের মতো নয়, এটি আনন্দ, ঐক্য এবং বিশেষভাবে কারাগারে বন্দী থাকা ব্যক্তিদের জন্যও একটি ভিন্ন দিন। এ দিনটি কারাগারের পরিবেশে ভিন্নভাবে উদযাপিত হয়, যেখানে বন্দীদের জন্য বিশেষ খাবার এবং ঈদের নামাজের জামাতের ব্যবস্থা করা হয়।

এবারের ঈদুল ফিতরের দিনে, দেশের বিভিন্ন কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। সাধারণ বন্দীদের মতোই, ডিভিশন পাওয়া বন্দীদের জন্যও একই খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সকালের খাবারে ছিল পায়েস, সেমাই এবং মুড়ি, দুপুরে পোলাও বা খিচুড়ি, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদ, মিষ্টি এবং পান, আর রাতে ভাত, আলুর দম এবং ডিম পরিবেশন করা হবে।

এটি একটি বিশেষ আয়োজন ছিল, যেখানে গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদেরও প্রথমবারের মতো ঈদ কারাগারের মধ্যে কাটাতে হচ্ছে। এই সাবেক মন্ত্রী, এমপি এবং কর্মকর্তারা এখন দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। তাদের জন্যও কারাগারের সাধারণ বন্দীদের মতো একই ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে। দিকে, কারাগারের সব বন্দীর জন্য ঈদের নামাজের জামাতও আয়োজন করা হয়। ঈদের দিন কারাগারে স্বজনদের জন্য খাবার আনতে পারার ব্যবস্থা ছিল, এবং বন্দীদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগও দেওয়া হয়েছে ঈদের পরদিন থেকে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, ঈদের পরদিন থেকে বন্দীদের সঙ্গে তাদের স্বজনরা মোবাইলে কথা বলতে পারবেন এবং স্বজনদের সাথে সাক্ষাৎও করতে পারবেন।

দেশের ৬৮টি কারাগারে বর্তমানে ৬৭ হাজার ৭২৩ বন্দী রয়েছেন, যার মধ্যে ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে ৮ হাজার ১০০ বন্দী রয়েছেন।

 

আরও পড়ুন