নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঈদ উপলক্ষে কুয়াকাটায় পর্যটকদের ভিড়, ব্যবসায়ীদের মুখে হাসি।

নিজস্ব প্রতিবেদক:

বুধবার ০২ এপ্রিল ২০২৫

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের দ্বিতীয় দিন হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সমুদ্রের নীল জলে সাঁতার কাটা, প্রিয়জনের সঙ্গে ছবি তোলা এবং সৈকতের বেঞ্চে বসে প্রকৃতি উপভোগ করতে দেখা যায়।

সৈকতজুড়ে ফুটবল খেলা, নাচ, গান এবং আনন্দ উৎসবের আয়োজন ছিল। পর্যটকরা কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন কুয়া, লেম্বুরবন, গঙ্গামতির লেক, রাখাইন পল্লী ইত্যাদি ঘুরে বেড়িয়েছেন।

ঈদের দিন হোটেল, মোটেল ও রিসোর্টগুলো প্রায় ৮০ শতাংশ বুকিং হয়ে যায়, এবং খাবার হোটেলগুলোতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন পর্যটকরা। ব্যবসায়ীরা ঈদের ছুটিতে বহু পর্যটকের আগমনে আনন্দিত, কারণ গত এক মাস রমজান মাসের অলস সময় কাটানোর পর এখন তাদের ব্যবসায় প্রাণ ফিরে এসেছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে এবং সাদা পোশাকে নজরদারি চালাচ্ছে। বিচ ম্যানেজমেন্ট কমিটি সৈকত পরিষ্কার রাখতে নিয়মিত মনিটরিং করছে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব রাখতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। সৈকতের পরিবেশ সুন্দর রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা ঈদের সময় কুয়াকাটার পরিবেশ ও সুন্দর সুযোগ সুবিধা উপভোগ করছেন।

 

আরও পড়ুন