স্পোর্টস ডেস্কঃ
শুক্রবার ১৬, মে, ২০২৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা শেষ হওয়ার আগেই আইপিএলে যোগ দেওয়ার অনুমতি পেলেন মুস্তাফিজুর রহমান। দুবাই সফরে প্রথম টি-টোয়েন্টির পরই ভারতে চলে যাবেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
আজ শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইপিএল খেলতে মুস্তাফিজকে আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত সময়ের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ১৫ মে শনিবার, দ্বিতীয় টি-টোয়েন্টি ১৯ মে সোমবার।প্রাথমিক পর্বে বাকি ৩ ম্যাচেই তাই মুস্তাফিজকে পাবে দিল্লি ক্যাপিটালস।
সংযুক্ত আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের দেশ ছাড়ার দিন চমক হয়ে আসে মুস্তাফিজের আইপিএলে দল পাওয়ার খবর। তবে আমিরাত ও পাকিস্তান সফর থাকায় ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার খেলা নিয়ে সংশয়ও জাগে বেশ।
বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় দলের খেলার বাইরের সময়ের জন্য আইপিলে যাওয়ার অনুমতি পাবেন মুস্তাফিজ।
তবে এখন নিজেদের ভাবনা থেকে সরে বাঁহাতি পেসারকে সিরিজের চলাকালেই জাতীয় দল ছেড়ে যাওয়ার ছাড়পত্র দিয়েছে বিসিবি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“আমরা সিদ্ধান্ত নিয়েছি সংযুক্ত আমিরাতের সঙ্গে প্রথম ম্যাচটা খেলে আইপিএলে চলে যাবে মুস্তাফিজ। এরপর ২৪ তারিখ পর্যন্ত তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে মুস্তাফিজকে আইপিএলের তিন ম্যাচের জন্যই অনুমতি দেওয়া হয়েছে।”
আইপিএলের পরিবর্তিত সূচিতে রোববার রাতে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে দিল্লি। শনিবার জাতীয় দলের ম্যাচ শেষ করে পরদিনই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মাঠে দেখা যেতে পারে মুস্তাফিজকে। পরে ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি।
এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আকসার প্যাটেলের নেতৃত্বাধীন দল। বাকি তিন ম্যাচ জিততে পারলে প্লেঅফের টিকেট পেয়ে যেতে পারে তারা। সেক্ষেত্রে আরও সর্বোচ্চ তিন ম্যাচ বাড়তে পারে দিল্লির।
তবে প্লেঅফ পর্বে মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। আমিরাত সফর শেষ করে পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে যাওয়া নিয়ে সরকারের সবুজ সঙ্কেতও পেয়ে গেছে বিসিবি। সফরটি হবে বলেই ধরে নেওয়া যায়।
নাফীস জানালেন, কোনো কারণে পাকিস্তান সফর না হলে মুস্তাফিজের আইপিএলের অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো নিয়ে ভাববে বোর্ড।
“পাকিস্তান সফর চূড়ান্ত হলে, সে আইপিএল থেকে পাকিস্তানে চলে যাবে। পাকিস্তান সফরের সিদ্ধান্ত এখনও কিছু চূড়ান্ত হয়নি। ওই সিরিজ না হলে তখন প্লেঅফের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে পাকিস্তান সফর হলেও কাউকে সেখানে যেতে বাধ্য করা হবে না বলে আগেই জানিয়েছে বিসিবি। ক্রিকেটার ও কোচিং স্টাফদের স্বাধীনতা দেওয়া হবে নিজের সিদ্ধান্ত নিতে। মুস্তাফিজ যদি পাকিস্তানে যেতে না চান ও দিল্লি যদি প্লেঅফে উঠতে পারে, তখন তার ছাড়পত্রের মেয়াদ বাড়তেও পারে।