নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
এমআরটি পুলিশের ২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৪ কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় তাদেরকে বরখাস্ত করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
আজ সোমবার সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে গণমাধ্যমকে এ তথ্য জানান মেট্রোরেলের এমডি ফারুক আহমেদ। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ডিএমটিসিএলের চারজন কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় আজ সকাল থেকে মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি পালন শুরু করে। যার ফলে টিকিট ছাড়াই অনেক যাত্রী গন্তব্যে যান।
রোববার রাতে ডিএমটিসিএলের একাধিক কর্মী সাংবাদিকদের জানান, সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনা তথ্য তুলে ধরে ৬টি দাবি জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআরটি পুলিশ সদস্যের হাতে চারজন কর্মী লাঞ্ছিত হয়েছে।কর্মীদের দাবিগুলো হচ্ছে-আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে; এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে; স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ও অনুমতি ব্যতি কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।