নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

এশিয়ায় ৩ টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, থাকবেন মেসি।

আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ২ মে, ২০২৫
২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, তবুও কঠিন এক লড়াইয়ের সামনে পড়তে যাচ্ছে আলবিলেস্তেরা। জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এরপর তাদের লম্বা সফর- আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া। সফরে দলের সঙ্গেই থাকছেন লিওনেল মেসি।ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।
টিভি চ্যানেলটি জানিয়েছে, দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারের ম্যাচ দুটি জুনের ৫ ও ১০ তারিখে খেলবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচটি চিলির সান্তিয়াগোতে। পরেরটি কলোম্বিয়ার বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে। দুটি ম্যাচই প্রতিপক্ষের জন্য গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিপক্ষে যারা হারবে তারাই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট হারাবে।
বছরে সফরে ব্যস্ত থাকবে আর্জেন্টিনা। এশিয়া ও আফ্রিকায় চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরমাঝে নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি ম্যাচ। এশিয়ার কাতারে একটি ও চীনে দুটি। ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ধারণা করা হচ্ছে, ফিফা উইন্ডোতে থাকা ‍দুটি ম্যাচে আর্জেন্টিনার খেলতে পারে আয়োজক দেশ চীনের সঙ্গে। অন্য দলটিও এখনও নিশ্চিত হয়নি। এশিয়া সফর শেষে আফ্রিকার অ্যাঙ্গোলায় যাবে লিওনেল মেসির দল। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর নিজেদের মাঠে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। 
এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। মৌখিকভাবে কথা দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
অ্যাঙ্গোলা সফর শেষে কাতারে যাবে আর্জেন্টিনা দল। 
মধ্যপ্রাচ্যের এই দেশেই ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা। এবার সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। কাতার সফরের প্রতিপক্ষও এখনো চূড়ান্ত হয়নি। প্রতিটি সফরে দলে থাকবেন মেসি।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচ অনুষ্ঠিত হবে জুন ও সেপ্টেম্বরে। এরপর বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের জুনে। এর আগ পর্যন্ত ম্যাচ খেলার মধ্যেই থাকতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন