নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কক্সবাজার ঈদগাঁওয়ে ১১ জুয়াড়ি আটক।

 নিজস্ব প্রতিবেদক:

 শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে সরঞ্জামাদিসহ ১১ জুয়াড়িকে আটক করা হয়েছে। ১৮ এপ্রিল দিবাগত রাত ১ :৩০ ঘটিকার  দিকে উপজেলার ইসলামপুর পূর্ব বামনকাটা আবদুল হকের মুদি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুর্ব বামনকাটার নজির আহমদের পুত্র নুরুল আজিম (২৪), মনির আহমদের পুত্র নুরুল আবছার (২৯), নুরুল আজিমের পুত্র রবিউল (২৩), মৃত জামালের পুত্র মনির (৩০), মোক্তার হোসেনের পুত্র আনোয়ার হোসেন (২৫), নুরুল বশরের পুত্র মোঃ রাসেল (২০), রমজান আলীর পুত্র মোঃ রফিক (২১),  মৃত হাফিজুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৪০), ইসলামাবাদ আউলিয়াবাদ গ্রামের মৃত শামসুল আলমের পুত্র  মোঃ জাবেদ (২৮), হাজীপাড়া গ্রামের মোঃ মোক্তারের পুত্র মোঃ শাফি( ৩৬) ও ভিলেজারপাড়া গ্রামের মৃত মোঃ আলীর পুত্র আবুল হোসেন (৫০)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় আবদুল হকের মুদি দোকানের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাসসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, রাতে অভিযান চালিয়ে জুয়ার আসরে খেলারত অবস্থায় এদের আটক করা হয়। পরে আটককৃতদের আইনী প্রক্রিয়া শেষে  আদালতে প্রেরণ করো হয়েছে।

 

 

আরও পড়ুন