আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ২০ মে, ২০২৫
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক।
মঙ্গলবার (২০ মে) সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম চালুর ব্যাপারে ফেসবুকে পোস্ট করে জানান।ওই পোস্টে তিনি প্যাকেজটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে- স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোন স্পীড ও ডাটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এম্বিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই স্টারলিংকের এই প্যাকেজ অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই বিশেষ সহকারী। এ সময় তিনি যাত্রা শুরুর মাত্র ৯০ দিনের মধ্যে স্যারের (ড. ইউনুস) প্রত্যাশা বাস্তবায়িত হলো বলে উল্লেখ করেন।