আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
রাজধানীর কমলাপুর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় রশনি পাল(৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপারে সময় বিআরটিসি বাসের ধাক্কায় আহত হন ওই ছাত্রী। পরে ওই স্কুল ছাত্রী সঙ্গে থাকা দাদী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপতালে নিহত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়তো। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়।
তিনি বলেন, কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হলে আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসি এবং পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল। বর্তমান মুগদা মান্ডা এলাকায় ভাড়া থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।