নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে সরওয়ার আলম নামে এক মহানগর আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন (৩৭)
গতকাল বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ।গ্রেপ্তারসরোয়ার(৩৭) নগরের বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড আলী মাঝির পাড়া এলাকার গুল সওদাগরের বাড়ীর হাজী সালামত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সরোয়ার বন্দর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে নগরীর কোতোয়ালি থানার মামলা নং-২১(১০)২০২৪ এর ১৬৭ নাম্বার এজাহারনামীয় আসামি।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ বলেন, কর্ণফুলী থেকে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে।