নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।

চট্রগ্রাম প্রতিনিধি:

রবিবার  , ১১ মে, ২০২৫

কর্ণফুলী থানা পুলিশের অভিযানে সিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ওমর ফারুক (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে (শনিবার ১০ মে,) থানা পুলিশের একটি টিম কর্ণফুলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওমর ফারুক কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লেদু মেম্বার বাড়ির হাজী ছালে আহমদ প্রকাশ লেদু মেম্বারের পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ জানান, সিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ওমর ফারুক। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুন