নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কামরাঙ্গীর চরে গণপিটুনিতে নিহত ২, আহত ৩।

আমারদেশ ২৪ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার ২০২৫
রাজধানীর কামরাঙ্গীর চরে গণপিটুনিতে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। আহতরা হলেন, সোহাগ (২৮), রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেতা মনির হোসেন (৩৫)।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মনির হোসেন জানান, তারা সিলেটি বাজার বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা রয়েছে। সে নিজেও রিকশা চালায়। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে তারা। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীর চর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন তারা। এতে তারা দুজন আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে আজকে কয়েকজন মামলার বাদিসহ দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিনজনকে গণধোলাই দেয়। মাসুদ নামে ১ জন ঘটনাস্থলে মারা যায়। এবং সোহাগ ও নাদিম নামে ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাদিম সেখানে মারা যায়। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন