নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কাশ্মিরের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় চার পুলিশ নিহত।

 আন্তর্জাতিক ডেস্কঃ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

কাশ্মিরের স্বাধীনতা দাবি করা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভারতের নিরাপত্তা বাহিনী সাড়াশি অভিযান চালাচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বাধীনতা দাবি করা গোষ্ঠীর সশস্ত্র সদস্যদের সঙ্গে ভারতের সম্মিলিত সামরিক বাহিনীর সদস্যদের তীব্র সংঘর্ষে ৪ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে দুজন দুই সশস্ত্র যোদ্ধা নিহতের পাশাপাশি দুপক্ষের বহু আহতের ঘটনা ঘটেছে। ভারতের কেন্দ্রীয় সরকার বহু বছর ধরে কাশ্মিরের স্বাধীনতার জন্য লড়াই করা গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্নতাবাদী অ্যাখ্যা দিয়ে সাড়াশি সামরিক অভিযান পরিচালনা করে আসছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার কাঠুয়া জেলায় গভীর জঙ্গলে এ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুপক্ষের মোট ছয়জন নিহত এবং ভারতীয় পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্টসহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন