আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর গণহত্যার ঘটনায় দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে আরও কয়েকটি বিষয়ে সুরাহা প্রত্যাশা করা হয়েছে। সেগুলো হলো : আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদের ন্যায্য হিস্যা এবং ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিবের মধ্যে ঢাকায় বৈঠক হয়। ওই বৈঠকে ঢাকার পক্ষ থেকে ইসলামাবাদের কাছে এসব প্রত্যাশার কথা তুলে ধরা হয়। পাকিস্তান এ বিষয়গুলো সুরাহার জন্য আলোচনার সদিচ্ছা ব্যক্ত করেছে।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে : ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্রবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান ও ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর।