নিউজ ডেস্কঃ
বুধবার , ২৬ মার্চ, ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ২০ দোকান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১: ৩০ মিনিটি দিকে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নারসহ কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার লারমা স্কয়ারের পাশে বোয়ালখালি বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুনের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে এনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ কোটির বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।এর আগে গত ৭ই মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় পুড়ে যায় ১২ দোকান।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]