নিউজ ডেস্ক:
শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
গাইবান্ধায় চলমান ডেভিল হান্ট অভিযানে জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক রঞ্জু ও পৌর আঃ লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
চলমান এ অভিযানের অংশ হিসেবে ৩ এপ্রিল রাতে একোস্টেট পাড়ায় (রঞ্জুর নিজ বাসা) অভিযান চালিয়ে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হাসান জসিমকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘গাইবান্ধা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় একোস্টেট পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’
গত ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।