আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার,৮ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়ে মানুষ হত্যা করছে ইসরায়েল। তাদের বর্বর এসব হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড চিত্রনায়ক শাকিব খান।
এর আগে রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে গাজাবাসীদের নির্যাতন প্রসঙ্গে শাকিব লেখেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!
তিনি আরও লেখেন, দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা!সবশেষে এ অভিনেতা লেখেন, তাদের পাশে আছি – ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।
মানবতার পাশে দাঁড়ানো হৃদয় ছোঁয়া এমন পোস্টে আবেগতাড়িত শাকিব ভক্তরা। নেটিজেনরা শাকিবের এ মতামতে সহমত জানান। মন্তব্যের ঘরে গাজাবাসীদের হেফাজত কামনা করেন।