নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজার জন্য ঢাকার রাজধানীতে জনসমুদ্র।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। যা ছিল স্মরণকালের ইতিহাসে ঢাকার সবচেয়ে বড় গণজমায়েত। চৈত্রের দুপুরে তপ্ত রোদ ও তীব্র গরমকে উপেক্ষা করে এদিন ঢাকার রাজপথ ছিল লোকে লোকারণ্য। ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ান দেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্যানার ও ফেস্টুন নিয়ে লাখো মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’ বাংলাদেশের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার এ কর্মসূচি ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। অধিকাংশ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন