আমারদেশ২৪ ডেস্ক:
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। কখনো গোলপোস্টের বাইরে শট, কখনোবা তার শট প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে গিয়ে জমা হয়। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ মেসির মতো ব্যর্থ হয়েছে তার দল ইন্টার মায়ামি।
ভ্যানকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে এবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছে ভ্যানকুভার-ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। এদিন ইন্টার মায়ামি হেরেছে ২-০ গোলে।
ভ্যানকুভার আজ ১৭ মিনিটে এগিয়ে যেতে পারত। ভ্যানকুভার মিডফিল্ডার পেদ্রো ভিতের ক্রস কর্নার থেকে দেওয়া ক্রস রিসিভ করেন ত্রিস্তান ব্ল্যাকমন। তবে ব্ল্যাকমনের হেড গোলপোস্টের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথম গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভ্যানকুভারকে। ২৪ মিনিটে ভিতের অ্যাসিস্টে হেডে লক্ষ্যভেদ করেন ভ্যানকুভার ফরোয়ার্ড ব্রায়ান হোয়াইট।