বিনোদন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
সদ্য মুক্তিপ্রাপ্ত পশ্চিমবঙ্গের ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নির্মাতা সৃজিত ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শুট করা নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। দৃশ্যটি যেন ঠিকঠাক শুট করা যায়, ছবির পাত্র–পাত্রীরা যেন অস্বস্তিতে না ভোগেন এ জন্য মুম্বাই থেকে আস্থা নামে একজন ইন্টিমেসি কো-অর্ডিনেটর নিয়ে আসা হয়।
কৌশানী আরও বলেন, ‘আমি পরমদা আর সৃজিতদার সঙ্গে আলাদা করে সেশন করেছি। খুব টেকনিক্যালি বিষয়টা করা হয়। আর আমার বিপরীতে ছিলেন পরমদা, যিনি নিজেই দুর্দান্ত অভিনেতা।’
অভিনেত্রী বলেন, ‘বনির সঙ্গে আগেই কথা বলে নিয়েছি। সব স্বাস্থ্যকর সম্পর্কেই এটা দরকার। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করব না। এ জন্য সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছিল। তবে দুজনেরই মনে হয়েছে চরিত্রের জন্য এ সিনেমার ক্ষেত্রে এটা (চুম্বনের দৃশ্যে অভিনয়) করা যায়।