নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫,
সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যবহার রোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়েছে সিএমপি এবং জেলা প্রশাসন। এই একযোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় ও অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়।
আজ সোমবার চট্রগ্রাম নগরীর অক্সিজেন চাঁন্দগাও ও ডবলমুরিং থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত,গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসন।
অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান শহীদ এবং সুব্রত হালদার। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট চারটি মামলায় চার হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনসাধারণের চলাচলে নিরাপত্তা এবং যানজট নিরসনে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেটরা।
অন্যদিকে, ডবলমুরিং এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হাসান। অভিযানকালে দুটি পৃথক গ্যারেজে অননুমোদিত চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া, চান্দগাঁও এলাকায় ৩টি অনুমোদনহীন অটোরিকশা চার্জিং স্টেশন বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে নগরবাসীর নিরাপত্তা, সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবহারে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়।