চট্টগ্রামে ইসরাইলবিরোধী বিক্ষোভের সময় নগরীর জিইসি মোড়ে কেএফসি রেস্তোরাঁ এবং কোকাকোলার সাইনবোর্ড সংবলিত ভবনে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। এ সময় রেস্তোরাঁ ও ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে যায়। নগরীর কাজির দেউড়ি এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখা ভাংচুরের চেষ্টা চলে। দাহ করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা।
এর আগে সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। নগরীর কাজির দেউড়ি, দুই নম্বর গেট, জিইসি মোড়, বহদ্দারহাট, লালখান বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে।
বিকেল সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওনা হয়। এতে সাধারণ মানুষসহ হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোরাঁর সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রেস্তোরাঁর সামনের অংশের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরে মিছিলটি জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেইটের দিকে যায়।
এরপর আবারও জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের উপরে থাকা ‘কোকাকোলা’র সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই ভবনের কাঁচ ভেঙে পড়ে যায়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি
২ নম্বর গেট অভিমুখে যাত্রা করে।
মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ‘তেরা মেরা রিশতা কেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ বিচার চাই’, ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’, ‘আমেরিকার গালে গালে, জুতা মার তালে তালে’, ‘ইহুদিদের গালে গালে, জুতা মার তালে তালে’, ‘ইসরাইলের চামড়া তুলে নেব আমরা’, ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর’ স্লোগান দেওয়া হয়।