নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপির মির্জা আব্বাস বলেন, ‘শুধু অবৈধ টাকা লুটকারী ব্যবসায়ী না, সচিবালয়ে খোঁজ নেন আওয়ামীলীগ। ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত। এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। পাকিস্তানে ট্রেন থেকে ১৫৫ যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৭ জঙ্গি। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা। খালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে। চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪। নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানাল হাইকোর্ট।

চট্টগ্রামে পানির দাবিতে ওয়াসা ভবন ঘেরাও।

নিউজ ডেস্কঃ
বুধবার, ১২ মার্চ, ২০২৫

ওয়াসা ভবন ঘেরাও করেছেন ভুক্তভোগীরা।চট্টগ্রাম নগরীতে তীব্র পানি সংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এ বিক্ষোভ করে সংকট নিরসনের দাবি জানান।

বিক্ষোভকারীরা আগ্রাবাদ এলাকায় কর্মরত মামুন নামে ওয়াসার এক নির্বাহী প্রকৌশলী অনিয়ম দুর্নীতির তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলছেন, ওই প্রকৌশলী নির্বিকার থাকায় আগ্রাবাদ পাঠানটুলিসহ বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় পানির সংকট চলছে। রমজানে সেই সংকট চরম আকার ধারণ করেছে। ধনিয়ালাপাড়া, দেওয়ানহাট, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড়, কদমতলী ও হালিশহরসহ আরও কয়েকটি এলাকায় পানি সংকট চলছে।

তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে যাবেন। এ সময় বিক্ষোভকারীরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে নগরীর সাগরিকা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উন্নয়নকাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগ্রাবাদসহ আশপাশের অন্তত ১৮টি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ১৫ ফুট মাটির নিচে আমাদের প্রধান সরবরাহ লাইনের একটা পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে আশপাশের কিছু এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পাইপলাইন মেরামতের কাজ চলছে। দ্রুত পানির সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

 

আরও পড়ুন