নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত। হোয়াটসআপ গ্রুপে চলছে বাজার নিয়ন্ত্রণ চালের বাজার টালমাটাল। পথ‌শিশুরা আমাদের প‌রিবারেরই অংশ : সি‌নিয়র দায়রা জজ জান্নাতুল। নতুন ব্রিজ এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ: মেয়র। কাপ্তাই রাস্তার মাথায় ৪ দিন ধরে ওয়াসার পাইপ লিকেজ। ড, ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাথের দোকানগুলোতে দিতে হয় চাঁদা। অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন পর্যালোচনাসহ ৭ সুপারিশ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব। প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত পেলেন শুভেচ্ছা।

চট্টগ্রামে পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কারখানায় হামলা।

আমারদেশ২৪

শনিবার , ২২ মার্চ, ২০২৫

পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় সদলবলে একটি কোম্পানির কারখানায় হামলা চালানো হয়েছে। চট্রগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া পোর্ট কানেকটিং রোডস্থ হামীম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডে চালানো এই হামলার ঘটনায় পেট্রোল পাম্প মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে থানা মামলা হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডের মালিকানাধীন প্রায় ১৬০ টি গাড়ি রয়েছে। এসব গাড়ির প্রয়োজনীয় জ্বালানি (ডিজেল) তেল বড়তাকিয়া ফিলিং স্টেশন নামের পেট্রোল পাম্প থেকে কেনার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করে।

কোম্পানির পক্ষ থেকে বাধ‍্য হয়ে ডিজেল কেনার পর সেগুলো নিম্নমানের হওয়ায় কোম্পানি কিছুদিন আগে ওই পাম্প থেকে তেল কেনা বন্ধ করে দেয়।

এতে ক্ষিপ্ত হয় পাম্প মালিকের নেতৃত্বে একদল সন্ত্রাসী কোম্পানির কার্যালয়ে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর এবং ব‍্যাপক ভাংচুর ও লুটপাট চালায় বলে থানায় রেকর্ডকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ব‍্যপারে পেট্রোল পাম্পের মালিক সাইফুল আলমসহ কয়েকজনের নাম উল্লেখ এবং ২৫ জন অজ্ঞাত লোককে আসামি করে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৪(৩)/২৫।পাহাডতলী থানা পুলিশ মামলা রেকর্ডের কথা স্বীকার করে জানিয়েছে যে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

আরও পড়ুন