নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, চক্রের ২ নারী সদস্য গ্রেফতার।

 নিউজ ডেস্কঃ

সোমবার , ২৪ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে বাসা থেকে চোরাইকৃত স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধারসহ রোজিনা (৪০) ও তাসনুভা  (২২) নামে চক্রের ২ নারী সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পু‌লিশ।আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করে চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লিশ।

প্রেস বিজ্ঞ‌প্তি সূক্র জানায়, গতকাল দুপুর দেড়টার সময় বাদীর স্ত্রী সুমাইয়া আক্তার নুপুর ও তার (বাদী) খালা বুলু বেগম বাকলিয়া থানাধীন দেওয়ান বাজার ১নং গলি নিরাপদ হাউজিং-২, খুইল্লা মিয়ার বাড়ী, আল-মদিনা ভবনে ৪র্থ তলা নিজ বাসা তালাবদ্ধ করে কেনাকাটার জন্য টেরীবাজারস্থ মাকের্টে যায়।

ঈদের কেনাকাটা শেষে বাসায় এসে বাদী তার বেড রুমের স্টিলের আলমারির তালা ভাঙা ও রুমের ভিতরে কাপড় চোপড় ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পায়।পরে বাদী জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বাকলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে থানা পু‌লিশ এসে বাদীর স্ত্রী ও খালাকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনাপূর্বক অ‌ভিযান চা‌লিয়ে চক্রের দুই সদস্যকে আটক করে।

তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। চক্রের সদস্য রোজিনা বেগমের হেফাজত হতে চুরিকৃত ৫ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ৪ আনা ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি এবং চক্রের অপর সদস্য তাসনুভা বেগমের হেফাজত থেকে চুরিকৃত ১টি রেডমি নোট-৯ মোবাইল এবং ঘটনায় ব্যবহৃত ১টি কাপড়ের ব্যাগের ভিতর তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।প্রেস বিজ্ঞ‌প্তিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন