আমারদেশ২৪ ডেস্কঃ
রবিবার , ১৬ মার্চ, ২০২৫
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী থানায় লুটপাট মামলার আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে পাহাড়তলী থানার সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুমনের বিরুদ্ধে থানায় লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে জানান ওসি। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।উল্লেখ্য, গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সুমন এই ঘটনার অন্যতম আসামি ছিলেন।