রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫
চট্টগ্রামবাসী ও বিচার প্রার্থী জনগণের প্রাণের দাবি চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়নে যারা বাধার সৃষ্টি করছে সেই বাধা ভাঙতে হবে এবং জনগণকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। বিচার বিভাগ সংস্কার কমিশন দেশের জনগণের সার্বিক কল্যাণে চট্টগ্রামসহ সাবেক বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রস্তাব করেছে, যা যুগোপযোগী এবং দেশের মানুষের জন্য কল্যাণকর।
হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এএসএম. বদরুল আনোয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. শাহনওয়াজ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, হাই কোর্ট বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম বারের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, মানবাধিকার নেতা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সাংবাদিক একেএম জহরুল ইসলাম, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, অ্যাডভোকেট মোস্তফা আজগর শরিফী, অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারি ও অ্যাডভোকেট বদরুল রিয়াজ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল আবেদীন, অ্যাডভোকেট পুষ্পা সুলতানা ও অ্যাডভোকেট এবিএম ওমর আলী।