মো ফয়সাল হাসান: চট্রগ্রাম।
রবিবার ২৫ মে, ২০২৫
আজ ২৫ মে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে শুরু হলো তিনদিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। সকাল থেকে শুরু হওয়া এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নূরুল্লাহ নূরী এবং স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ভূমি মেলা উপলক্ষে সার্কিট হাউস ও আশপাশের সড়কে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গম্ভীরা গানের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার নতুন অনলাইন সেবাসমূহ উপস্থাপন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় কমিশনার স্মার্ট ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং নাগরিক হয়রানি কমাতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর জোর দেন। জেলা প্রশাসক ফরিদা খানম ভূমি মেলায় প্রদর্শিত বিভিন্ন সেবা তুলে ধরেন এবং জনগণকে ভূমি উন্নয়ন কর নিয়মিত প্রদানে উৎসাহিত করেন।
মেলায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেবাগ্রহীতা এবং চট্টগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।