নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রাম নগরীরতে নানা আয়োজনে পালিত হচ্ছে মে দিবস।

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার ০২ মে ২০২৫

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বিপিসির অধিনস্থ অস্থায়ী ঠিকাদার শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা হয়। র‍্যালীটি চট্টগ্রাম নগরীর ৯ নম্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক গুরে কর্ণফুলী ইপিজেড পর্যন্ত এসে শেষ হয়।বৃ

এর আগে বৃহস্পতিবার (০১ মে) সকাল ১১টায় বিপিসির অধিনস্থ অস্থায়ী ঠিকাদার শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে মে দিবস পাল করা হয়।বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানের অস্থায়ী শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি মো: জামাল উদ্দিন , সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন জুয়েল এর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

এসময় সংক্ষিপ্ত সামবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা শ্রমিক কর্মচারীরাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ও অবহেলিত। তাদের জীবন মান উন্নয়নে শ্রমিক কর্মচারীদের পাশে দাড়াতে সরকারের প্রতি আহবান জানান তারা। মে দিবস মানেই কেবল একটি ছুটির দিন নয় এটি পরিশ্রমী মানুষের প্রতি সম্মান জানানোর দিন। যাঁদের ঘামে গড়ে উঠেছে সভ্যতা, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস।

এসময় আরো বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে মে দিবস এক উজ্জ্বল মাইলফলক। এই দিনে আমরা সেইসব সাহসী শ্রমিকদের স্মরণ করি যারা তাদের ন্যায্য দাবির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। মে দিবসের চেতনায় আসুন আমরা সকলে শ্রমিকদের মর্যাদা রক্ষায়।

 

আরও পড়ুন