নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত। হোয়াটসআপ গ্রুপে চলছে বাজার নিয়ন্ত্রণ চালের বাজার টালমাটাল। পথ‌শিশুরা আমাদের প‌রিবারেরই অংশ : সি‌নিয়র দায়রা জজ জান্নাতুল। নতুন ব্রিজ এলাকায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ: মেয়র। কাপ্তাই রাস্তার মাথায় ৪ দিন ধরে ওয়াসার পাইপ লিকেজ। ড, ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে : ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মার্কেট, শপিংমল ও ফুটপাথের দোকানগুলোতে দিতে হয় চাঁদা। অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন পর্যালোচনাসহ ৭ সুপারিশ হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব। প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত পেলেন শুভেচ্ছা।

চট্রগ্রামের সাতকানিয়া প্রতিপক্ষের ছুরিকাঘাতে দর্জি নিহত।

নিজস্ব প্রতিবেদকঃ

শনিবার , ২২ মার্চ, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুবীর চক্রবর্তী (৩৭) নামে এক দর্জি নিহত হয়েছে।নিহত সুবীর উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার অরুণ চক্রবর্তীর পুত্র। এ সময় নিহতের ভাই পল্লী চিকিৎসক প্রবীর চক্রবর্তীও আহত হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জায়গা–জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ভাই আহত প্রবীর চক্রবর্তী বলেন, আমি পুরানগড়ের শীলঘাটায় পল্লী চিকিৎসা সেবা প্রদান করি। আমার ভাই সুবীর চক্রবর্তী একই জায়গায় সেলাই কাজ করে। গতরাত দশ ঘটিকায় আমরা দোকান বন্ধ করে বাড়ির কাছাকাছি এলে সুশীল দাশ নামক এক প্রতিবেশী আমাদেরকে আলাপের কথা বলে ডাকেন।

আমরা গেলে রূপক দাশ, দ্বীপ্ত দাশ, সুদীপ্ত দাশ, অলক দাশসহ আমাদের জায়গা জমির বিরোধীয় পক্ষের প্রায় ১৫/২০ জন লোক আমাদের উপর হামলা করে।

তাদের ছুরিকাঘাতে আমার ভাই সুবীর নিহত হয়। আমিও আহত হই। নিহত সুবীর দেড় বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন