নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

চট্রগ্রামে পটিয়ায় ৪ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা।

আমারদেশ২৪

মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫

চট্রগ্রামে পটিয়ায় ডাকাত দলের চার ডাকাত সদস্যকে ধরে পুলিশে দিল এলাকার জনগন। গরু লুট করে পালানোর স্থানীয় জনতা তাদের আটক করে।এ সময় লুণ্ঠিত চারটি গরু ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার জিরি ইউনিয়নের মহিরা পেরপেরা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া উত্তর পোমরা শান্তিরহাট মনির বাড়ীর আবুল বশরের ছেলে রফিক (৪৫), কর্ণফুলীর উত্তর শিকলবাহা মাষ্টার হাটের রাজা মিয়ার ছেলে হেলাল (৪০), শিকলবাহা গ্রামের মৃত ইলিয়াসের ছেলে হাসান ফরহাদ (২৭) ও শিকলবাহা কলেজ বাজার এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. হাবিব (২০)।

স্থানীয়রা জানান, রাতে ট্রাকে করে গরু ডাকাতি করে নেওয়া হচ্ছে জানতে পেরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে লোকজনকে একত্রিত করে ট্রাকটি আটকে দেয় স্থানীয়রা। পরে লুন্ঠিত ৪টি গরু, ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপসহ ৪ ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ জানায়, উপজেলার মহিরা পেরপেরা এলাকার ৮৩ বছরের বৃদ্ধ শামসুদ্দীন (৮৩) তার বাড়ীর খামারে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে। রবিবার রাত অনুমানিক ৮ টার দিকে ৮/৯ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে শামসুদ্দীনের বাড়ীতে ঢুকে তাকে ও তার স্ত্রীকে হাত পা বেঁধে তার খামার থেকে ৪টি গরু ও ১টি বাটন মোবাইল ফোন ডাকাতি করে।

ডাকাতদল ডাকাতি করে পিকআপ যোগে পালানোর সময় একদল পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে ২টি পিকআপ ও লুণ্ঠিত ৪টি গরু সহ আটক করে।

এ ঘটনায় বৃদ্ধ শামসুদ্দীন একটি মামলা দায়ের করলে পুলিশ ধৃত আসামীদের আদালতে সোপর্দ করে।পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুর নূর বলেন, আসামিরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান পাশ্ববর্তী জেলা সমূহে ডাকাতি করে আসছিল।

 

 

আরও পড়ুন