নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নীতিনির্ধারকরা মালিক হওয়ায় শ্রমিকরা অধিকার বঞ্চিত: শ্রম উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আলোচনা দ্রুত নিষ্পত্তির নির্দেশ: প্রধান উপদেষ্টা। পাকিস্তানের কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। টানা ৭ রাত ধরে কাশ্মীর সীমান্তে গোলাগুলি, উত্তেজনা চরমে। নগরীর হালিশহরে রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু। জেল হাজতে নেওয়ার সময় পালানো ২ আসামির একজন গ্রেপ্তার। চান্দগাঁওয়ে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করল সহপাঠীরা, আটক ৪। আদালত থেকে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। চট্রগ্রাম লোহাগাড়ায় সেপটিক ট্যাংকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

চট্রগ্রাম লোহাগাড়ায় সেপটিক ট্যাংকে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার।

আমারদেশ২৪ ডেস্ক:

বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে। আজ  বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজারীগোদার পাড়ের বাসিন্দা নাজিম উদ্দীনের বাড়ির সেপটিক ট্যাংকের পাইপ লাইনের ভেতর থেকে বস্তামোড়ানো অবস্থায় থানা পুলিশের অভিযানে এসব অস্ত্র পাওয়া যায়।

লোহাগাড়া থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা এএস আই লুৎফুর রহমান জানান, হুমায়ুন নামক এক ব্যক্তি ৯৯৯এ কল করে অস্ত্রের বিষয়টি অবহিত করলে সে সূত্র ধরেই ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সেপটিক ট্যাংকের পাইপ লাইন থেকে বস্তা মোড়ানো অবস্থায় গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার করা হয়।লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি থানা থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। এসব অস্ত্র উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান চালিয়ে লুট হওয়া কয়েকটি অস্ত্র ও জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরও পড়ুন