আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার ১৩ মে, ২০২৫
সংস্করণবিআলো প্রতিবেদক: চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে-এ কথা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।
আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫২তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।ওষুধ খাতে প্রচারণার দিকে না ঝুঁকে দাম কমানোর প্রয়াসে গুরুত্ব দেয়ার আহ্বান জানান এ উপদেষ্টা।
দেশজুড়ে ৭ হাজার চিকিৎসকের পদোন্নতি এবং চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, অনেক চিকিৎসক সময় মত হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন।
অনেক চিকিৎসক নিয়মিত হাসপাতালে যাচ্ছেন না। গ্রামে ভালো ডাক্তার নেই। প্রয়োজনে অভিজ্ঞদের যেখানে যেতে হবে। সংস্কার নিজের ভেতরে আগে করতে হবে। যারা ভালো করছেন, তাদেরই দায়িত্ব দিতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে ভালো চিকিৎসক পাঠাতে হবে। প্রয়োজনে বেশি বেতন দিয়ে হলেও। চিকিৎসকদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন।