নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জীবনেও ক্যামবাক দরকার বার্সার মতো।

 নিউজ ডেস্কঃ
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জয়সূচক গোলের পর উচ্ছ্বসিত লামিন ইয়ামাল। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে অবিশ্বাস্য জয়ের পর বার্সালোনার অফিশিয়াল ফেসবুক পেইজে একজন কমেন্ট করেছেন, ‘জীবনেও ক্যামবাক দরকার বার্সার মতো।’

ওই ভক্তের ধারণা একেবারেই ভুল নয়। প্রায় নিশ্চিত পরাজয়ের সামনে থেকে লামিন ইয়ামাল ও ফেররান তরেসরার বার্সাকে জিতিয়েছেন।  এ জয়ে লিগ শিরোপার লড়াই আরও জমে ওঠেছে।
এর আগে রোববার মধ্যরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও লামিন ইয়ামাল ও ফেররান তরেসরার দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ হাসি হেসেছে কাতালানরা। তরেসের ২ গোলে মেট্রোপলিটানে ৪-২তে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। রিয়াল মাদ্রিদকে সরিয়ে এক ম্যাচ কম খেলে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের শুরু করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। তার ৪৫ মিনিটের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে এসে ৭০ মিনিটে বিবর্ণ বার্সার জালে দ্বিতীয় গোল জড়ান আলেক্সান্ডার সরলথ। বার্সেলোনার খেলা শুরু সেখান থেকে, মিনিটখানেক পরে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে ম্যাচে সমতা আনেন বদলি নামা তরেস।
২-২ সমতায় শেষ হতে চলা ম্যাচে চমক দেখান লামিন ইয়ামাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দুই মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত চমকে গোল করেন তারকা উইঙ্গার, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস, ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বার্সা।
জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে শীর্ষে উঠল কাতালুনিয়ান ক্লাবটি। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট ৬০, এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। গোল ব্যবধানে এগিয়ে হ্যান্সি ফ্লিকের বার্সা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে।

আরও পড়ুন