গাজীপুর টঙ্গীতে চাঞ্চল্যকর জীবন হত্যা মামলার মুল আসামী ও শীর্ষ সন্ত্রাসী সুজন মিয়া ওরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন হল- টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে। সে বস্তিতে বসবাস করে টঙ্গীসহ আশপাশের থানা এলাকায় বিভিন্ন অপরাধ জনক কর্মকাণ্ড করে আসছিল।
জানা যায়, এর আগে বুধবার (৯ এপ্রিল ২০২৫) দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামে এক যুবককে মধ্যরাতে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় রুজু হওয়া হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী সুজন
পুলিশ জানায়, হত্যা মামলা দায়ের করার পর থেকে সুজন আত্মগোপনে চলে যায়। জিএমপি’র অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার নাসিরুদ্দিনের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলামের নেতৃত্ব চৌকস এস আই এহেতেশাম, এএসআই মোঃ সরোয়ার, বায়েজিদের নিরলস প্রচেষ্টায় পুবাইল থানার হারবাইদ নন্দীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সুজন দীর্ঘদিন যাবত একাধিক ছিনতাই, হত্যা, ট্রেন ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, মারপিট, খুন, জখম, চুরি, ছিনতাইয়ের অপরাধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় ০৭টি মামলা রয়েছে।
এসংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।