নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যমুনা-সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত। আ. লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ। যমুনাটিভিসহ চার বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত। রাজধানীর ধানমন্ডির মসজিদে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা রহমান। নাগরীক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই। সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী। চান্দগাঁও থানা পুলিশ ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ২৮ আসামী গ্রেফতার। পাকিস্তানে আকাশপথ পরিহার, বিমানের ৩ ফ্লাইটের সূচি বদল।

টপ সয়েল কাটায় ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা।

ফটিকছড়িতে রাতের আধারে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে এক ব্যাক্তিকে ০৬ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১লা জানুয়ারি (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার  তকিরহাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।

পরিচালিত এ মোবাইল কোর্টে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর (টপ সয়েল) কর্তন করার অপরাধে মৃত কামরুজ্জামান কামালের পুত্র মো: রাব্বি (৩৩) কে টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক করা হয়।

সরেজমিনে দেখা যায়-জাহানপুর এলাকার আবু আহমদের মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি হতে এক্সকেভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীণ অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি আদালতে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত ড্রাম ট্রাক ০৩টি নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড মো: মেজবাহ উদ্দিন।

 

 

আরও পড়ুন